ডার্ক মোড
Sunday, 04 May 2025
ePaper   
Logo
শ্রম দিবসে প্রবন্ধ রচনায় সারা দেশে দ্বিতীয় মুন্সীগঞ্জের নিশু

শ্রম দিবসে প্রবন্ধ রচনায় সারা দেশে দ্বিতীয় মুন্সীগঞ্জের নিশু

 

মুন্সীগঞ্জ (দক্ষিন)প্রতিনিধি

শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিষয়ভিত্তিক প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় সারােেশর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার শিক্ষার্থী নুসরাত জাহান নিশু। গত বৃহস্পতিবার পহেলা মে বেলা ১১টা দিকে ঢাকার আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ কেন্দ্রীক বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এসময় সম্মাননা ক্রেস্ট, জাতীয় সনদ, ২০ হাজার টাকা সমমূল্যের চেক এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। টংগিবাড়ী উপজেলার বাশবাড়ি গ্রামের আবুল কাশেম বেপারী ও ময়না আক্তার দুলির দুই কন্যা সন্তানের মধ্যে ২য় সন্তান নিশু। টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে নিশু বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি। আমি আগামীতে আমার গ্রাম তথা উপজেলার শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চাই। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপষ্টো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমে প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন