ডার্ক মোড
Sunday, 04 May 2025
ePaper   
Logo
ফরিদপুরে হজ্জ যাত্রীদের নিয়ে‌ প্রশিক্ষণ

ফরিদপুরে হজ্জ যাত্রীদের নিয়ে‌ প্রশিক্ষণ


মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুরসহ সারা বাংলদেশের মানুষের আস্তাশীল ও সুনামধন্য হজ্জ এজেন্সি প্রতিষ্টান - আরএসএম ট্রাভেলস এন্ড টুৎরস এর উদ্যোগে হজ্জ যাত্রীদের নিয়ে‌ দিনব্যাপী এক হজ্জপ্রশিক্ষণ কর্মশালা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের ‌ ঝিলটুলিতে অবস্থিত স্বপ্ন ছোঁয়া কমিউনিটি সেন্টারে ‌এ  হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত
হয়।  আরএসএম ট্রাভেলস এন্ড টুৎরস এর সত্বাধীকারী ও ঢাকা জোনাল‌ হজ্জ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ - হাব এর কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ‌ পবিত্র হজ্বের বিভিন্ন ‌ নিয়ম কানুন তুলে ধরে ‌ আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম ফরিদপুর শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ, নুর ফাউন্ডেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, চকবাজার জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হাসান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহিন চৌধুরী, হাফেজ মাদানী হাসান প্রমুখ।প্রশিক্ষণ কর্মশালা ৭০ জন হজ্জযাত্রী  অংশগ্রহণ করেন এবং এবছর আরএসএম ট্রাভেলস এন্ড টুৎরস এজেন্সির মাধ্যমে ১১৩ জন মুসুল্লি পবিত্র হজ্জ পালন করবেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে দোয়া ও মোনাজত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন