
পাংশায় যুবককে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ
এস. কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী)
রাজবাড়ীর পাংশায় পূর্ব শত্রুতার জেরে রাশিদুল মন্ডল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাট্টা ইউনিয়নের নিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল পাট্টা উত্তরপাড়া গ্রামের কিয়ামদ্দিন মন্ডলের ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, প্রায় মাস খানেক বরিশালে ধান কাটার কাজে যাওয়া রাশিদুল শুক্রবার দিবাগত রাত ১টায় বাড়ি ফেরেন। পরদিন সকালে ভাগের ধান আনতে যাওয়ার সময় রফিকুল মল্লিকের (নিভা গ্রামের সুনাই মল্লিকের ছেলে) নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল পলাতক রয়েছে।
কান্না বিজড়িত কণ্ঠে রাশিদুলের স্ত্রী জরিনা আক্তার বলেন, “রফিকুলের সঙ্গে আমার স্বামীর পূর্ব বিরোধ ছিল। সে আগেও আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। এবার আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে। আমার দুইটি অবুঝ শিশুকে নিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এই হত্যার বিচার চাই।”
এদিকে, হত্যাকাণ্ডের জেরে পাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সুমনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি জানান, নিহত রাশিদুল তার দায়ের করা একটি মামলার আসামি ছিলেন। পূর্ব শত্রুতার জেরে রফিকুল নামের একজন তাকে মেরেছে বলে শুনেছেন। ফলে প্রতিপক্ষ তার বাড়িতে আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি।সরেজমিনে গেলে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সুমনের মা সালমা সুলতানা জানান, আমি আজ হজ্বে যাওয়ার মিটিংয়ে ছিলাম। আগুনে আমার ঘরের সবকিছু পুড়ে গেছে।পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল আলম মুরাদ বিশ্বাস জানান, স্থানীয় বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত-সাবেক এমপি নাসিরুল হক সাবু ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের অনুসারী। রাশিদুল সাবু গ্রুপের কর্মী ছিলেন, আর হামলাকারীরা হারুন গ্রুপের অনুসারী। তাকে যারা মেরেছে তারা আগেও তার বাড়িতে হামলা করে। রাশিদুলকে না পেয়ে তার বাবা-মাকে পিটিয়ে আহত করে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, “পূর্ব শত্রুতার জেরে রাশিদুলকে মারা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অগ্নিসংযোগের সাথে এ ঘটনার কোন সূত্র আছে কিনা তদন্ত সাপেক্ষে তা বলা যাবে।