ডার্ক মোড
Sunday, 04 May 2025
ePaper   
Logo
গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে বিনানুমতিতে বাণিজ্য মেলা শুরু। প্রশাসনের নিষ্ক্রিয়তায় জনমনে ক্ষোভ

গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে বিনানুমতিতে বাণিজ্য মেলা শুরু। প্রশাসনের নিষ্ক্রিয়তায় জনমনে ক্ষোভ

 

চন্দনাইশ( চট্টগ্রাম)  প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মাসব্যাপী একটি বাণিজ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ‘পায়রা’ নামে একটি সংগঠনের ব্যানারে ঢাকঢোল পিটিয়ে মেলার উদ্বোধন করা হলো ও সরকারি প্রশাসনের কাকেউও দিয়ে মেলা উদ্বোধন করা হয়নি। তবুও জেলা প্রশাসকের অনুমতি ছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কি করে প্রশাসনের নাকের ডগায় মাস ব্যাপী মেলার আয়োজন তা প্রশ্নবিদ্ধ।
সরেজমিনে দেখা গেছে, মেলা মাঠ টিন দিয়ে ঘেরা, প্রবেশপথে নির্মিত হয়েছে তোরণ ও টিকিট কাউন্টার। দর্শনার্থীদের প্রবেশে জনপ্রতি ১০ টাকা টিকিট মূল্য নেওয়া হচ্ছে। মেলায় রয়েছে সার্কাস, রাইড, ও পঞ্চাশের বেশি বাণিজ্যিক স্টল। প্রত্যেক স্টোল থেকে নাকি মোটা অংকের টাকা নেওয়া হয়েছে। 
স্থানীয় সূত্র জানায়, আয়োজক আলী ইমরান জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও অনুমতি মেলেনি। এরপরও অনুমতি আছে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে মেলা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসক অনুমতি দিয়েছেন, তবে প্রমাণ দেখাতে ব্যর্থ হন।  তার খুটির জোড় কোথায়। চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, আয়োজকরা অনুমতির কোনো কাগজ দেখাতে পারেননি।
মেলার কারণে সরকারি খাল ভরাট, যানজট সৃষ্টি এবং কলেজ-মাদ্রাসার পরিবেশ বিঘ্নিত হওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী জানান, “এসএসসি পরীক্ষার সময় এমন অননুমোদিত মেলা জনদুর্ভোগ বাড়াচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, আবেদনপত্রের ভিত্তিতে রিপোর্ট পাঠালেও অফিসিয়াল অনুমতির কোনো কপি এখনো হাতে আসেনি।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “এ ধরনের কোনো মেলার অনুমতি জেলা প্রশাসন দেয়নি। এটি একটি দুষ্টচক্রের কাজ।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন