ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
প্রবল বৃষ্টিতে রোপা আমনের বীজতলা পানি নিচে দশমিনায় বিপাকে আমন চাষীরা

প্রবল বৃষ্টিতে রোপা আমনের বীজতলা পানি নিচে দশমিনায় বিপাকে আমন চাষীরা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় গত কয়েক দিনের একটানা প্রবল বৃষ্টিতে রোপা আমনের বীজতলা পানি নিচে ডুবে আছে। ফলে রোপা আমন চাষীরা বীজ সংকটের সম্ভাবনা মনে করছেন। আর বীজ এর অভাবে রোপা আমন চাষ নিয়ে বিপাকে পড়তে পারে বলে আশা করছে।
উপজেলা কৃষ অফিস সূত্রে জানা যায়, তেঁতুলিয ও বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালের প্রায় ২৫টি স্থান দিয়ে পানি প্রবেশ এবং অবিরাম বর্ষনের ফলে বাঁশবাড়িয়া, দশমিনা, রনগোপালদী,আলীপুরা, বেতাগী সানকিপুর, বহরমপুর ও নদী বেষ্টিত চরবোরহান বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়। চলতি বছর উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন জাতের ১৮হাজার ১৭২ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নে চলতি বছর ৬০ হেক্টর রোপা আমনের বীজতলা ক্ষতির
সম্ভবনা আশংকা করা হচ্ছে।
উপজেলার সাতটি ইউনিয়নের একাধিক কৃষক জানান, অতি বৃষ্টির ফলে আমনের বীজতলা পানির নিচে ডুবে আছে। এখন প্রতি কেজি আমনের চারা কিনতে ৭শ’ থেকেস ১হাজার প্রয়োজন হবে। ফলে চাষের খরচ বেড়ে যাবে। উচু স্থানের কিছু বীজতলা পানি কমে যাওয়ার কারনে জেগে উঠেছে আর নিচু স্থানের
বীজতলা পানির নিচে ডুবে আছে। রোপা আমন চাষ নিয়ে বিপাকে আছি বলেও জানান চাষিরা।
এবিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকতার্ মো. জাফর আহমেদ বলৈন, বর্ষার পানি নামলে বীজতলার কোন ক্ষতির সম্ববনা নেই। এছাড়া কোন জমিই আমন চাষ থেকে বাদ পড়বেনা প্রয়োজনে গোছি কম গিদতে পরামর্শ দেয়া হচ্ছে চাষিদের।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন