ডার্ক মোড
Sunday, 04 May 2025
ePaper   
Logo
সাতক্ষীরায় অপরিপক্ক এক ট্রাক আম ধ্বংস করেছে জেলা প্রশাসন

সাতক্ষীরায় অপরিপক্ক এক ট্রাক আম ধ্বংস করেছে জেলা প্রশাসন


সাতক্ষীরা প্রতিনিধি
 
সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাতের চেষ্টাকালে এক ট্রাক আম জব্দ করে ধ্বংস করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান পরিচালিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিষয়টি শনাক্ত করেন। পরে তারা আমবাহী একটি ট্রাক আটক করে জেলা প্রশাসনকে খবর দেন। ট্রাকটিতে মোট ৪০০ ক্যারেট গোবিন্দভোগ জাতের অপরিপক্ক আম ছিল।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ বলেন, "সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী আম বাজারজাতের চেষ্টা করছিলেন। ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আমগুলো ধ্বংস করা হয়েছে।"
অভিযানের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন