ডার্ক মোড
Sunday, 04 May 2025
ePaper   
Logo
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পত্নীতলায় জমি দখলের অভিযোগ!

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পত্নীতলায় জমি দখলের অভিযোগ!

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
 
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নওগাঁর পত্নীতলায় জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের দাপট খাঁটিয়ে এক প্রভাবশালী জনৈক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলা সদর নজিপুর পৌর এলাকার নতুনহাট এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর প্রতিপক্ষের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন এখন ভুক্তভোগী কামরুজ্জামান সরকার।
 
জানা যায়, উপজেলা সদর নজিপুর পৌর এলাকার হরিরামপুর মৌজার, জেএল নং ২১৮, আরএস খতিয়ান নম্বর ৩৫, ৫০৩ নম্বর দাগের ৩৪ শতাংশ জমির প্রায় ৫ শতাংশ নিয়ে বিরোধ চলছে।
 
গত ২০২৪ সালের ১৩ নভেম্বর ওই সম্পত্তির দাবিদার কামরুজ্জামান সরকার নওগাঁ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি সম্পত্তি নিয়ে একটি মামলা করেন। আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপর আদেশ দেন। গত ২০২৪ সালের ১৪ নভেম্বর পত্নীতলা থানায় উভয়পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নোটিশ দেন। কিন্তু, গত বুধবার আদালতের বিচার অমান্য করে প্রতিপক্ষ আতোয়ার রহমান ও মোঃ মিন্টু তাঁর দলবল নিয়ে ওই জমিতে গাছ ও জমির চারদিকে সীমানা পিলার পুঁতে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে ভুক্তভোগী কামরুজ্জামান সরকারকে প্রাণনাশসহ নানা ধরণের হুমকি দিচ্ছেন। 
 
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে আতোয়ার রহমানের ছেলে মিন্টু বলেন, 'আমাদের জমি আমরা দখল করছি।'  আদালতের আদেশ অমান্য করে গাছ লাগানো ও জমিতে খুঁটি দিয়ে দখল করার বিষয়টিও তিনি স্বীকার করেন।'
 
পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, 'বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের ১৪৪/১৪৫ ফৌঃকাঃবিঃ আদেশ পেয়েছি। নোটিশটি বাদী ও বিবাদীর নিকট পাঠানো হয়েছে।'

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন