
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাংচুর, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা
সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, শাহিনুর নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষ দর্শীরা জানান। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত এক ডাক্তারকে মারধর করা হয়। হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন।
চিকিৎসা নিতে আসা রোগীর নাম শাহীনুর রহমান। সে সদর উপজেলার মাগুরা গ্রামের আক্কেল আলীর পুত্র।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ বলেন, শাহিনুর নামে রোগীকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ভর্তি করে ইনডোরে পাঠানো হয়। পরে রোগীর স্বজনরা ইনডোর থেকে জরুরি বিভাগে এসে ইনডোরে কেন ডাক্তার নাই বলে তর্কের এক পর্যায়ে মারধর ও ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা তিনি জানান।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান,স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে হামলা ও ভাংচুর করা হয়েছে। তবে
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মানিক বলেন আমি রুগির সাথে ছিলাম কারা ভাংচুর করেছে আমি জানিনা। আমি সেখানে ছিলাম।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন