ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
বরিশালে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : দেলোয়ার হোসেন

বরিশালে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : দেলোয়ার হোসেন

বরিশাল ব্যুরো

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, আসন্ন ঈদে যাত্রীদের কাছ অতিরিক্ত ভাড়া আদায় করলে জড়িত পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার ( ৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ডিসি।

তিনি বলেন, লঞ্চে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হয়ে ঘুরে দাঁড়াতে হবে।

সভায় জানানো হয় ফেব্রুয়ারি মাসে মোট ২৭৩ অপরাধ সংগঠিত হয়।

এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১০০টি , জেলার ১০ উপজেলায় ১৭৩ টি অপরাধ সংগঠিত হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভায় সেনাবাহিনী, র ্যাব ,পুলিশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন