ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
বাঘায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ী ও ২ মোটরসাইকেল আরোহিরকে জরিমানা

বাঘায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ী ও ২ মোটরসাইকেল আরোহিরকে জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারে ভ্রাম্যমান আদালত ৩ ব্যবসায়ীকে ২৫০০ ও ২ মটরসাইকেল আরোহির হেলমেট না থাকায় ১০০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা। মূল্য তালিকা অনুসরণ না করা এবং অন্যান্য ব্যবসায়িক অপরাধের জন্য এই জরিমানা করা হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এসময় ভিন্ন ভিন্ন অপরাধে সোয়েলের ভ্যারাইটি স্টোরে ১ হাজার টাকা, সুমোন ভ্যারাইটি স্টোরে ১ হাজার টাকা, তিতাস আলীর মুরগীর দোকানে ৫০০ টাকা ও ২ মোটরসাইকেল আরোহির হেলমেট না থাকায় ৫০০ করে মোট ১০০০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে বিভিন্ন দোকানদার কে সঠিক ভাবে তাবের ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্টেস্ট্রে বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন