ডার্ক মোড
Tuesday, 11 March 2025
ePaper   
Logo
মুকসুদপুরের এসিল্যান্ড ও তহসিলদারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মুকসুদপুরের এসিল্যান্ড ও তহসিলদারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

গোলাম রব্বানী, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপসহকারী তহসিলদারের বিরুদ্ধে "সেলামি" দাবির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে ওই এলাকার সর্বস্তরের জনগণ ও সাধারণ ব্যবসায়ীরা।

আজ সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় ব্রোঞ্জ মার্কেটের উত্তর পাশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জলিরপাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা চিন্তা হরণ মন্ডল। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন আব্দুস সালাম কাজী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জি এম ফারুক মিনা, কাইয়ুম সিকদার, আল আমিন চোকদার, সুরেশ বৈরাগী, হিরু মিয়া শেখ, খলিল শেখ, আলী আজগর, সামাদ সরদার, আসাদ মিয়া, চৈতন্য বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, মুকসুদপুরের এসিল্যান্ড মোহাম্মদ গোলাম মোস্তফা ও জলিরপাড় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রিমন বিশ্বাস যোগদান করেই সততা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করে চলেছেন। যা ইতোমধ্যেই স্থানীয় ভূমিদস্যুদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওই সকল স্বার্থান্বেষী মহল বর্তমান সরকারের প্রশংসনীয় কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসরেরা বিভিন্ন চক্রান্তে লিপ্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট মুকসুদপুরের এসিল্যান্ড ও জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সরকারি বন্দোবস্তকৃত জমির পুনঃ নবায়নের জন্য "সেলামি" দাবির

একটি মিথ্যা অভিযোগ করেন। লিখিত অভিযোগে তারা মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় ব্রোঞ্জ মার্কেটে দোকানের বন্দোবস্ত পেতে আবেদন করেন। মূলত যারা ওখানে আবেদন করেছেন তারা বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর। একই ব্যক্তি একাধিক সরকারি বন্দোবস্ত নিয়েছেন, অনেকে একটি বন্দোবস্ত নিয়ে একাধিক জায়গা দখলে রেখেছেন, আবার অনেকে সরকারি সেলামি না দিয়ে বা বন্দোবস্ত না নিয়েই দীর্ঘদিন যাবত ওই সকল সরকারি জমি ভোগ দখল করে আসছিলেন। পরবর্তীতে, ৫ আগস্টের পর গোপালগঞ্জের জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় সরকারি জায়গা বন্দোবস্ত দেওয়া সুবিধাভোগীদের হালনাগাদ তালিকা তৈরি, ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি জায়গা বন্দোবস্ত দেওয়া এবং সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে সরেজমিনে কাজ করেন মুকসুদপুরের এসিল্যান্ড স্যার ও জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

সরকারি এ কার্যক্রম অবৈধ ভূমিদস্যুদের বিপক্ষে যাওয়ায় এবং দীর্ঘদিন ধরে তাদের দখলে থাকা সরকারি ওই সকল সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ে তারা ষড়যন্ত্র করে কতিপয় গণমাধ্যমকর্মীদেরকে মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে এসিল্যান্ড স্যার ও উপসহকারী ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে নিউজ প্রকাশ করে। যা দেখে আমরা সোচ্চার হই এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাঁধা প্রদানকারী সকল ভূমি দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।

এ সময় ফারুক হোসেন মিনা, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন