
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত চালক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের দারিয়াপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন রাজশাহীর পবা উপজেলার হাটরামচন্দ্রপুর এলাকার সাইদুর রহমানের ছেলে। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের মুনিরুল ইসলামের ছেলে সুমন এবং রেজাউল নামের আরেক ব্যক্তি। তবে রেজাউলের পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের সামনের অংশ কেটে আটকে পড়া চালক ও সহকারীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার আগেই চালক সাদ্দাম হোসেন মারা যান। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ আলী সুইট বলেন, ‘হাসপাতালে আনার আগেই সাদ্দাম হোসেন মারা যান। এছাড়া আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, ‘সুরতহালসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’