ডার্ক মোড
Tuesday, 11 March 2025
ePaper   
Logo
কুমারখালীতে দুই পুলিশ হত্যার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুমারখালীতে দুই পুলিশ হত্যার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া কুমারখালীতে দুই পুলিশ হত্যা মামলার প্রধান এজাহার ভুক্ত আসামি। ইয়ারুল, কে গ্রেপ্তার করেছে করেছে কুমারখালী থানা পুলিশ।

(১০ মার্চ) সোমবার দুপুরে কয়া ইউনিয়নের বেড় কালুয়া গ্ৰামের ইয়ারুলের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ।

গ্রেপ্তার হওয়া ইয়ারুল (৪৪) উপজেলা কয়া ইউনিয়নের বেড় কালুয়া গ্ৰামের বদর উদ্দিন ওরফে (কেদু) শেখের ছেলে।

উল্লেখ্য, (২০২৪ সালের ২৭ অক্টোবর) কালোয়া এলাকার দুর্বৃত্তদের হামলায় নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও মুকুল হোসেন নিখোঁজ হন।

নিখোঁজের দু'দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমারখালী থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ইয়ারুল শেখসহ ৮ জনকে এজাহারভুক্ত আসামি করা হয় এবং ২০ থেকে ২৫ জন কে অজ্ঞাত দেখানো হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ইয়ারুল কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা সহ ৫ টি মামলা রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন