
বাউফলে উপজেলাকে সন্ত্রাস ও চাঁদামুক্ত রাখতে হবে : ড.সফিকুল ইসলাম মাসুদ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফল ফাউন্ডেসন ও উন্নয়ন ফোরাম চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিন সেক্রেটারি,ড. সফিকুল ইসলাম মাসুদ বলেছেন, যে সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না,সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না।
সংবাদকর্মীরা সকল মানুষের খোঁজ খবর নেয়। সকল রাজনৈতিক নেতাকর্মীদের উচিৎ সংবাদকর্মীদের খোঁজ খবর নেওয়া। শেখ হাসিনার ফ্যাসিদ সরকারের আমলে আমাকে বাউফলের সাংবাদিক ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন। সাংবাদিকদের দায়িত্ব সঠিক সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরা। সোমবার দুপুর ১টার দিকে বাউফল প্রেসক্লাব বীর উত্তম সামসুল আলম মিলায়নায়তনে কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,বিগত ১৫ বছর বাউফলের সাংবাদিকরা অনেক নির্যাতিত হয়েছে। জুলাই আগষ্টে সাংবাদিকরা অনেক ভূমিকা পালন করেছে। বিগত সরকারের আমলে ঢাকায় আমার নামে অনেক মামলা হয়েছে কিন্ত বাউফল থানায় মামলা দূরের কথা একটি জিটিও হয়নি। এর পিছনে সাংবাদিক ভাইদের সহযোগিতা ছিল। বাউফল উপজেলাকে সবাই মিলে সন্ত্রাস ও চাঁদামুক্ত রাখতে হবে। বাউফলকে রাজনৈতিক মুক্ত রাখতে হবে। সত্য ও ন্যায়ের জন্য জামায়াতে ইসলামী সাংবাদিকদের সব সময় পাশে থাকবে।
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসিম উদ্দিন সঞ্চলনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন,বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনকন্ঠের প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু,সমকাল প্রতিনিধি জীতেন্দ্রনাথ রায়,বাউফল প্রেসক্লাবের সহ:সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন,নয়াদিগন্তের প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমির মাও. মো. ইসাহাক,নায়ামে আমির মাও. মো. রফিকুল ইসলাম,কেশবপুর কলেজের সাবেক অধ্যক্ষ একে এম হুমায়ন কবির সহ প্রমুখ।