
ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুর আলম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায়, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শ্রী উপেন্দ্র নাথ রায় প্রমুখ।
শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার শ্রী উপেন্দ্র নাথ রায়ের নেতৃত্বে সদস্যরা দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন।
এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।