ডার্ক মোড
Tuesday, 11 March 2025
ePaper   
Logo
ধর্ষকের শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের প্রতিবাদ

ধর্ষকের শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা।

সোমবার(১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূলফটকের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এর আগে, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘‘আমার বোনের কান্না আর না আর না’’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্লোগান দেন।

এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল-বশরী সোহান, সাইমুন সাদাব, আসিক শাহনাওয়াজ, শাহাদাৎ হোসেন ও শিক্ষার্থী হালিমা খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন, যদি আর কোনও ধর্ষণের ঘটনা ঘটে তাহলে প্রশাসন দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় সড়কে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন