
লৌহজংয়ে যৌথ অভিযানে ৭ শ’ কেজি জাটকা ইলিশ ও অবৈধ দুয়ারী জাল জব্দ
লৌহজং(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৭ শ’ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়।
এছাড়া সিংহের হাটি হতে ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে এসকল জাটকা বিভিন্ন মাদ্রাসার এতিম শিশু ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম তুষার জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে সোমবার ভোর রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত কোস্ট গার্ডের বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা ও লৌহজং উপজেলা মৎস্য অফিস এক যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে ৭ শ’ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়। কিন্তু এর মালিক খুঁজে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে এসকল জাটকা মাছ রওজাতুল উলুম আরাবিয়া মহিলা মাদ্রাসা, বায়তুন নবী নূরানী হাফিজিয়া মাদ্রাসা, জান্নাতু ফেরদৌস মহিলা মাদ্রাসা, সিদ্দিকিয়া মাদ্রাসাসহ কয়েকটি মাদ্রাসা’র এতিম ও দৃুস্থ্য মানুষের মাঝে বিতরণ করা হয।
এছাড়া সোমবার সকাল ১০ টা হতে দুপুর পোনে ১টা পর্যন্ত উপজেলার সিংহের হাটি এলাকায় অভিযান চালিয়ে ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে তা আগুণে পুড়িয়ে বিনষ্ট করা হয়।