ডার্ক মোড
Tuesday, 11 March 2025
ePaper   
Logo
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির যৌথ ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির যৌথ ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ মার্চ) শ্রীপুর নূর সুপার মার্কেটে অবস্থিত শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন এবং সোনালী ব্যাংক সিংহশ্রী শাখার সিনিয়র অফিসার রুহুল আমীন।

ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সানি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিছুর রহমান শামীম (বাংলাদেশের আলো), সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (ভোরের দর্পণ), সহ-সভাপতি সেলিম শেখ (বর্তমান সময়), সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক নাঈম মেহেদী (দৈনিক পাঞ্জেরি), সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রুবেল (এনটিভি মাল্টিমিডিয়া), রফিকুল ইসলাম বিপ্লব (ডেইলি কান্ট্রি টুডে), নূরুল আজিম বাবুল (আমার দেশ), মাহফুজুর রহমান ইকবাল (ভোরের সময়), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (আওয়ার বাংলাদেশ), রাকিবুল ইসলাম আকন্দ (শিরোমনি), এস এম জহিরুল ইসলাম (আজকের বাংলা সংবাদ), সফিকুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), আবু সাঈদ (দ্যা নিউজ), মোহাম্মদ রোকনুজ্জামান (স্বাধীন বাংলা), নজরুল ইসলাম (বঙ্গ টিভি) প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় আলেম। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং একতা সুসংহত করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকল সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন সাংবাদিকরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন