
ঠাকুরগাঁওয়ে প্রকৌশলীদের ওপর হামলার শাস্তির দাবিবে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
কর্মপরিবেশে নিরাপত্তা ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলীরা।
সোমবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদের সামনে এলজিইডি প্রকৌশল পরিবার ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি তুলে ধরেন তারা।
এ সময় প্রকৌশলীরা বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে সড়কের কার্পেটিংয়ের উদ্বোধনী কাজে উপস্থিত ছিলেন কয়েকজন প্রকৌশলী। কাজ শুরু হওয়ার মূহুর্তে কয়েকজন দুষ্কৃতিকারী এসে আমাদের কাজে বাধা দেয় এবং চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা এক পর্যায়ে আমাদের উপর হামলা করে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঘটনাস্থলে সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভ সহ কয়েকজন কর্মকর্তা সেখানে গেলে তাদের উপরেও হামলা করেন সেই দুর্বৃত্তরা। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও প্রশাসন এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করে নি।
বক্তারা আরো বলেন, আমরা সরকারি কাজ করি। আমাদের উপর এরকম হামলা ও চাঁদা দাবি বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। তবে শুধু ঠাকুরগাঁওয়ে নয় সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় প্রকৌশলীদের উপর হামলার ঘটনা ঘটছে। অথচ সেই হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না। এভাবে চলতে থাকলে আমরা আমাদের কাজের স্বাধীনতা হারাচ্ছি এবং নিরাপত্তাহীনতায় ভূগছি।
প্রকৌশলীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দৃষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম, রাজিবুল ইসলাম সহ ঐ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।