ডার্ক মোড
Sunday, 04 May 2025
ePaper   
Logo
চিলমারী-রৌমারী নৌ রু‌টে ফেরি চলাচল শুরু

চিলমারী-রৌমারী নৌ রু‌টে ফেরি চলাচল শুরু




চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা


দীর্ঘ চার মাস ১১ দিন পর চালু হ‌লো চিলমারী-‌রৌমারী নৌ রু‌টে ফে‌রি চলাচল। বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন চিলমারী ফেরী সার্ভিস বিআইডব্লিউটিসি‘র ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
তি‌নি ব‌লেন, নাব‌্যতা সংক‌টের কার‌ণে গত বছ‌রের ২৩ ডি‌সেম্বর ফে‌রি চলাচল বন্ধ হয়। ফ‌লে ফে‌রি কুজ্ঞলতা ও কদম দীর্ঘ‌দিন ধ‌রে রৌমারী ঘা‌টে প‌ড়েছিল। ব্রহ্মপুত্র ন‌দে পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় শ‌নিবার (৩ মে) থে‌কে ফে‌রি পারাপা‌রের জন‌্য প্রস্তুত রাখা হ‌য়ে‌ছে। যানবাহন পাওয়া গে‌লে রৌমারী থে‌কে চিলমারী ঘা‌টের উদ্দে‌শে রওনা দি‌বে।

এদি‌কে ফে‌রি চলাচলের খবর পে‌য়ে উচ্ছ্ব‌সিত কু‌ড়িগ্রা‌মের যানবাহন চালকরা।না‌গেশ্বরীর ট্রাকচালক আমিনুল ইসলাম ব‌লেন, ফে‌রি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নি‌য়ে যাতায়াত কর‌তে দীর্ঘ পথ পা‌ড়ি দি‌তে হয়। ফে‌রি চালু হ‌লে এ পথ আরো সহজ এবং সাশ্রয় হ‌বে।বিআইড‌ব্লিউটিএ'র কু‌ড়িগ্রাম অঞ্চ‌লের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান ব‌লেন, নাব‌্যতা সংকটের কার‌ণে এতো‌দিন ফে‌রি বন্ধ ছিল। প্রায় ২৬ কি‌লোমিটার নৌ রু‌টে ড্রেজিং ক‌রা হ‌য়। বর্তমা‌নে ব্রহ্মপুত্র ন‌দের পা‌নি কিছুটা বৃ‌দ্ধি পাওয়ায় ফে‌রি চলাচ‌লের উপ‌যো‌গি হ‌য়ে‌ছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন