ডার্ক মোড
Wednesday, 04 December 2024
ePaper   
Logo
শিক্ষার্থীদের চাওয়া

শিক্ষার্থীদের চাওয়া "রংপুর বিশ্ববিদ্যালয় " নামকরণ

হোসাইন জামান সোহাগ, বেরোবি

রংপুরের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে রংপুরের মানুষ রংপুরের নাম সাজেশন করে। সাধারণ বিশ্ববিদ্যালয় তাই রংপুর বিশ্ববিদ্যালয় নামেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মউন ইউ আহমেদ ও ফখরুদ্দীন আহমেদ সরকার।

তারপর ২০০৮ সালে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসলে সে তার রংপুরের গণবিদ্বেষী নীতির কারণে রংপুর বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন করে জোরজবরদস্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর একটা বাসার ঠিকানার মতো নাম দিয়ে দেন।

এর বিরোধিতা দীর্ঘদিন ধরে ছাত্ররা করে আসলেও নামটা রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। আজকে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম যখন পরিবর্তন হচ্ছে ঠিক সেই মুহুর্তে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের পূর্বনাম "রংপুর বিশ্ববিদ্যালয়" নামটা পুনর্বহাল করা চাই। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রাণের দাবী যদি গণভোট হয় তবে দাবীটা ৯০% ভোটের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে জয়লাভ করবে।

শিক্ষার্থী ইমন বলেন পূর্বের নামকে সকল শিক্ষার্থীদের চাওয়া ফিরিয়ে দেওয়া হুক।বিশ্ববিদ্যালয় একটি অঞ্চলের প্রতিনিধিত্ব করে এবং যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি করে। রংপুর বিশ্ববিদ্যালয় একটি আবেগ এবং ভালোবাসার নাম। বেগম রোকেয়াকে জানার জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা ব্যবস্থা করা হবে।

শাহিন বলেন বিশ্ববিদ্যালয়ের নাম চয়নের ক্লাসিকাল পদ্ধতি অনুসরণ করা। রংপুর বিভাগীয় শহর তাই রংপুর নামেই হবে আমাদোর বিশ্ববিদ্যালয়ের নামটি।প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়াকো জানার জন্য একটি গ্রন্থাগার এবং ফটক তৈরি করা যেতে পারে।

রাইনা বলেন রংপুর একটি বিভাগীয় শহর হলেও এর বিমানবন্দর, শিক্ষাবোর্ড ভিন্ন নামে ও স্থানে; তাই এই শহরের নামেও কিছু কিছু স্থাপনা থাকা উচিত এই হেতু আমরা "রংপুর বিশ্ববিদ্যালয়" নামটি পুনরায় ফিরে পেতে চাই। ইতিমধ্যে রংপুরে একটি জাতীয় কলেজ আছে বেগম রোকেয়া কলেজ।

সোহাগ মনে করেন কোন ব্যক্তির নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় পাশ্চাত্যে যখন তার সম্পদের দ্বারা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়ার অর্থ-সম্পদ দ্বারা চলে না। তাই রংপুর বিভাগীয় শহর হিসাবে রংপুর বিশ্ববিদ্যালয় করার জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন