ডার্ক মোড
Saturday, 11 January 2025
ePaper   
Logo
বরিশালে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক

বরিশালে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক

বরিশাল ব্যুরো

বরিশালে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’।

দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।

শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

তাই শত ব্যস্ততার মধ্যেও বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন নিয়মিত গণশুনানীতে আসা মানুষের কথা শুনছে, সমাধানও দিচ্ছেন।

শুধু তাই নয় সরকারি সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বরিশাল জেলা প্রশাসক সহায়তা করে যাচ্ছেন অসহায় দারিদ্র মানুষের।

তারই ধারাবাহিকতায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে মাঝে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন শীত বস্ত্র কম্বল বিতরন করে যাচ্ছে।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা এান ও পুর্নবাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার। এদিকে কম্বল পেয়ে খুশি অসহায় দুঃস্থ মানুষেরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন