মেলান্দহে নাগরিক কমিটির মতবিনিময়
জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে জাতীয় নাগরিক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা ১০ জানুয়ারি সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়।
ৎনাগরিক কমিটি মেলান্দহ শাখা এর আয়োজন করে। নবগঠিত মেলান্দহ শাখার প্রধান সমন্বয়ক মাও. নুরনবী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-সুশীল সমাজের প্রতিনিধি-সমাজসেবক দানবীর মাজেদুর রাব্বি। প্রধান আলোচক ছিলেন-উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় এবং ডা. নূরুল ইসলাম হাই স্কুলের দাতা সদস্য শিক্ষানুরাগি রেজাউল করিম।
নাগরিক কমিটির প্রতিনিধি এডভোকেট শাহ মোহাম্মদ কবীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জামালপুর সদর উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি আরাফাত হোসেন শাকিল, এডভোকেট নিশান মাহমুদ, সাখাওয়াত হোসেন জনি, কামরুল হাসান, আমিনুর ইসলাম, জোবায়ের হাসান, ইসলামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম অফেন, মেলান্দহ প্রতিনিধি জাহিদুল ইসলাম, রহমত আলী, দুলাল মন্ডল, সরিষাবাড়ি প্রতিনিধি শেখ মো: রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফরিন জান্নাত আঁখি, জিহাদ হাসান নাবিল খান, সাদিকুর রহমান মিজবাহ প্রমুখ। সভায় ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে মেলান্দহের নিহত ৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের উপর আলোকপাত করা হয়।