ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
জাবিতে এবার বিশেষ ভোজের আয়োজন ১৭ মার্চ

জাবিতে এবার বিশেষ ভোজের আয়োজন ১৭ মার্চ

জাবি প্রতিনিধি

প্রতিবছর ২৬শে মার্চ বিশেষ ভোজের আয়োজন করা হলেও এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে ১৭ মার্চ বিশেষ খাবারের (ফিস্ট) ব্যবস্থা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ কমিটির প্রাধ্যক্ষ কমিটির সভাপতি নাজমুল হাসান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি নাজমুল হাসান তালুকদার বলেন, ‘আমরা আজকে হল প্রাধ্যক্ষ কমিটির সভায় ১৭ মার্চ ফিস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এ লক্ষ্যে আগামীকাল উপাচার্য মহোদয়ের সাথে বসে বাজেট বরাদ্দসহ বাকী কাজগুলো সম্পন্ন করা হবে।"

১৭ মার্চ বিশেষ ভোজের তারিখ নির্ধারণের ব্যাপারে তিনি বলেন, "১৭ মার্চ ছুটির দিন, এদিন ডাইনিং বন্ধ থাকে এবং বঙ্গবন্ধুর জন্মদিন হওয়ায় এটি বিশেষ দিনও বটে। এছাড়া ২৬ মার্চে রমজান মাসে পড়ে যায়। তাই সব দিক বিবেচনা করে ১৭ মার্চেই আয়োজন করার জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে।"

এদিকে জাবিতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে এ ধরণের বিশেষ ভোজের ব্যবস্থা করা হয়ে থাকে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন