নাটোরে মহাশ্মশানে মানসিক প্রতিবন্ধি খুনের মূল অভিযুক্ত গ্রেফতার
নাটোর প্রতিনিধি
নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধি তরুণ কুমার দাস হত্যাকান্ডের ঘটনায় দেশে বিদেশে বহুল আলোচিত ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন হয়েছে।
পুলিশ হত্যাকান্ড ও চুরির ঘটনায় মূল অভিযুক্ত সবুজ হোসেন (২৪) কে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে মহাশ্মশানে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। গ্রেফতারকৃত মোঃ সবুজ হোসেন (২৪) নাটোর সদরের বড়হরিশপুর এলাকার মোঃ রমজান আলীর ছেলে।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত অভিযুক্ত সবুজ মাদকসেবী। তিনি তার ৫বন্ধুকে সাথে নিয়ে ঘটনার রাতে মহাশ্মশানের পাশে লেবু বাগান থেকে লেবু চুরি করতে আসেন। ঐদিন বিকেলে মহাশ্মশানে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে সংগৃহীত টাকা মহাশ্মশানের ভান্ডারে থাকতে পারে ধারনা করে তারা ভান্ডার কক্ষে হানা দেয়।
এ সময়ে সেখানে হত্যার শিকার তরুণ কুমার ঘটনা দেখে ফেলেছেন সন্দেহে অভিযুক্ত ব্যক্তিরা তরুণের হাত-পা বেঁধে মুখে কাপড় গুজে দেয়। পরে তরুণকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর দেশে বিদেশে মন্দিরে পুরোহিত, সেবায়েত কোথাও আবার মন্দিরের নিরাপত্তা কর্মী খুন হয়েছে বলে প্রচারণায় তোলপাড় সৃষ্টি হওয়ায় সবুজ বিদেশ পালিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরীর চেষ্টা শুরু করে। গতকাল চট্রগ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সময় সবুজের সাথে থাকা অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। প্রেস ব্রিফিংএ অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী এবং নাটোর থানার ওসি মাহবুর রহমান উপস্থিত ছিলেন।