ডার্ক মোড
Saturday, 11 January 2025
ePaper   
Logo
মৌলভীবাজারে তিন দিনব্যাপী‘হারমোনি ফেস্টিভ্যাল’শুরু

মৌলভীবাজারে তিন দিনব্যাপী‘হারমোনি ফেস্টিভ্যাল’শুরু

মৌলভীবাজার প্রতিনিধি

দেশের পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে। হারমোনি ফেস্টিভ্যাল শুক্রবার থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১২ জানুয়ারি রোববার শেষ।

শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ চা গবেষণা কেন্দ ্র(বিটিআরআই) সংলগ্ন কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজারে অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), খান মো: রেজা-উন-নবী ।

তিনদিন এই মেলায় ৪০টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার, পোশাক ইত্যাদি এছাড়াও তাদের সংস্কৃতি, নাচ-গান, ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়াদি ম-ঞ্চে পারফরমেন্স করবেন। খাসিয়া জনগোষ্ঠীর পান নিয়ে লাইভ পরিবেশনা, ত্রিপুরাদের কোমর তাঁত, মণিপুরীদের লাইভ তাঁত, চা ও রাবার প্রসেসিং,হোমস্টে, কুমারদের লাইভ মাটির জিনিসপত্র উৎসবের অন্যতম আকর্ষণ ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন