পত্নীতলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার মাহফিল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও পরিপূর্ণ সুস্থ হয়ে নিরাপদে দেশবাসীর নিকট ফেরত আসার লক্ষে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার শাফিউল মুসাব্বির শাফির আয়োজিত দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা নজিপুর পৌর এলাকায় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- নজিপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জোবাইর ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা বিল্লা, কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর আলী রিপন, পত্নীতলা থানা ছাত্রদল নেতা সাইদ, সাব্বির, সজল, সাকিব সহ অন্যান্য ছাত্রদলের নেতাকর্মীরা।
পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থী হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা উলামা মাশায়েখ ও তাওহীদি জনতা।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করার প্রতিবাদ জানিয়ে দ্রুত সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ ও জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।