কাউখালীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত বখাটে মোঃ রবি হাসান সিকদারকে (২৪) আটক করেছে পুলিশ। আটক রবি হাসান সিকদার উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মাহবুর সিকদারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে অটো রিকশা চালক বখাটে মোঃ রবি হাসান সিকদার কু-প্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে পূর্ব আমরাজুড়ির কেউন্দিয়া মোড়ে তার মায়ের দোকানে আসলে বখাটে রবি হাসান তাকে কু-প্রস্তাব দেয়। এসময় দোকানে ওই ছাত্রীর মা না থাকায় তাকে একা পেয়ে জোরপূর্বক দোকানের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন ওই ছাত্রীর ডাকচিৎকারে পাশের দোকানদার ও স্হানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় রবি হাসান কৌশলে পালিয়ে যায়। পরে স্হানীয়রা বিষয়টি সাথে সাথে ফোনে ছাত্রীর মাকে জানালে সে এসে মেয়ের কাছে ঘটনা শুনে বিকেলে রবি হাসান সিকদারের বিরুদ্ধে কাউখালী থানায় অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রবি হাসানকে আটক করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলা রুজু করে আসামিকে গ্রেফতার করা হয়।