নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশের তৈরি অত্যাধুনিক পিস্তলসহ এস. এম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর কাশিপুর আলীপাড়াস্থ বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এস. এম ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তল সহ এস.এম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে।
আদমজী বিহারি ক্যাম্পে আগুন, ১০ দোকান ভস্মীভূত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে আগুনে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার মধ্যরাত দেড়টায় আদমজী বিহারি ক্যাম্পের বাজারে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি। বিভিন্ন দোকানের প্রায় ৫ লাখ টাকার মাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা জানান, আগুন লেগে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।