ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
বিরল পরফাইরিয়া ব্যধিতে আক্রান্ত রুবিয়া বাঁচতে চায়

বিরল পরফাইরিয়া ব্যধিতে আক্রান্ত রুবিয়া বাঁচতে চায়

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর জেলা সিংড়া উপজেলার পৌরসভা এলাকার নিংগইন নতুন পাড়া মহল্লার বাসিন্দা রুবিনা। সাংসারিক জীবনে তিন সন্তানের জননী সে। তিনবেলা খেয়ে না খেয়ে কোনরকমে চলছিলো তাদের সংসার। দিনমজুর পরিবারে জন্ম রুবিনার। বাবা তাহিরুল ইসলাম,পেশায় একজন রাজমিস্ত্রী। তার ২ ছেলে ১ মেয়ে। একমাত্র মেয়ে রুবিয়া। সেই রুবিয়ার জীবন সংসার এখন অমানিশার ঘোর অন্ধকার। যে কোনো সময় নিভে যেতে পারে জীবন প্রদীপ। কিন্তু ৩ সন্তানের ভবিষ্যত কি হবে? অসুস্থ রুবিয়ার খবর নেয় না তার স্বামী সুমন আলী। নিবেই বা কেমনে ৫/৬ লক্ষ টাকা চিকিৎসায় খরচ করে অসহায় রুবিয়ার স্বামী এবং তার পরিবার।

তিন মাস ধরে অজ্ঞাত পরফাইরিয়া রোগে আক্রান্ত রুবিয়া ( ৩২)। রুবিনার স্বামী সুমন পেশায় দিনমজুর, সে ইটের ভাটায় কাজ করে। খেজুর তলায় তারেকের ভাটায় ১২ বছর ধরে কাজ করে সুমন । তাদের সংসারে প্রদীপ জ্বেলে এসেছিলো প্রথম কন্যা সুমাইয়া (১০) নাটোরে মাদ্রাসায় পড়ালেখা করে।এরপর দ্বিতীয় কন্যা সাদিয়া ( ৪) সে বাসায় থাকে। তৃতীয় পুত্র সাইম (১০) মাস বয়স৷

হঠাৎ করে পেটে ব্যথা তারপর পেটে ব্যথা থেকে প্রচন্ড ব্যথা বেড়েই চলে। কয়েক দফা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোনোভাবেই সেরে উঠে না।
তিন মাস নাটোর, রাজশাহী, ঢাকা মেডিকেল ঘুরতে ঘুরতে নি:স্ব তার পরিবার। বর্তমানে সে চলাফেরা করতে পারে না। পা ফুলে গেছে। কিডনী সহ অন্যান্যে অঙ্গ অচল হয়ে পড়ছে। তরল ছাড়া কোনো খাবার গ্রহণ করতে পারে না। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে, অবশেষে ধরা পড়ে সে পরফাইরিয়া রোগে আক্রান্ত।

এটি একটি বিরল জিনগত রোগ। এই রোগের চিকিৎসা অনেক ব্যয় বহুল। একটি ঔষধ যার মুল্য ২৫ লক্ষাধিক টাকা। যে ঔষধ আমেরিকা থেকে আনতে হবে। এমন অবস্থা সকলের দোয়া এবং সহযোগিতা ছাড়া আর কোনো পথ নাই। তাই আসুন রুবিয়ার পাশে দাঁড়াই।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন