নালিতাবাড়ীতে ৬ মাসেও গ্রেফতার হয়নি গ্রামপুলিশের উপর হামলাকারি সন্ত্রাসীরা
খোরশেদ আলম, শেরপুর
শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকার গ্রাম পুলিশ আজমত আলীর উপর হামলাকারী সন্ত্রাসীরা ৬ মাসে ও গ্রেফতার হয়নি।
আজমত আলী জানান গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকালে স্থানীয় কতিপয় সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আজমত আলীকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে।
স্থানীয়রা আহত আজমত আলীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগে প্রকাশ,সন্ত্রাসীরা আজমত আলীকে পিটিয়েই ক্ষান্ত হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সেও আজমত আলীকে হুমকি দেয় সন্ত্রাসীরা। ফলে ৬ দিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আজমত আলী গ্রাম ছেড়ে পালিয়ে বেড়ায়।
জানা গেছে, গ্রামপুলিশরা এলাকার আইন শৃংখলা রক্ষায় পুলিশকে সহায়তা করে থাকেন। পুলিশকে আসামি ধরতে সহায়তা করে থাকেন। এসব কারনে স্থানীয় কতিপয় সন্ত্রাসী ৫ আগস্ট রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আজমত আলী এ হামলার শিকার হন।
জানা গেছে এ ঘটনার পর ২ মাস পালিয়ে থেকে বাড়িতে আজমত আলী বাড়ি ফিরে আসলেও সন্ত্রাসীদের হুমকির মুখে রয়েছেন তিনি। ফলে পুর্বের ন্যায় আইন শৃংখলা রক্ষায় কাজে মনোনিবেশ করতে পারছেন না তিনি। এ বিষয়ে আজমত আলী বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগের ৬ মাসেও কোন সন্ত্রাসী গ্রেফতার হয়নি।
বরং সন্ত্রাসীরা উল্টো আজমত আলীকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি পদর্শন করে আসছে। এতে আজমত আলী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাশীনতায় ভুগছেন। এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, সোহেল রানা বলেন ঘটনার পরে তিনি এ থানায় যোগদান করেছেন। বিষয়টি তার জানা নেই। যেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।