মোরেলগঞ্জে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অধ্যাপক ড.এ বি এম ওবায়দুল ইসলাম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির জাতীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে গণসংবর্ধনা জানিয়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বরণ করেছে স্থানীয় জনসাধারণ। শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে দলীয় নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিলসহকারে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমায়েত হয়। পরে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ এবং সঞ্চালনায় ছিলেন সাবেক অধ্যাপক আব্দুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আরও উপস্থিত ছিলেন গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, এবং বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, এবং জামায়াতে ইসলামের মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তার বক্তব্যে তরুণ প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্বারোপ করেন। তিনি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি স্থানীয় প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সঠিক দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং মোরেলগঞ্জের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আশ্বাস দেন।