ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
রক্তদান কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রক্তদান কর্মসূচির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গত বুধবার (১ জানুয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুনসহ ছোট ছোট মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এসে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করে ছাত্রদল।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন