ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
ফেনীতে জাহাজি শ্রমিকদের হত্যার প্রতিবাদে ও হোটেল শ্রমিকদের তিরিশ হাজার টাকা নূন্যতম মুজুরির দাবীতে বিক্ষোভ

ফেনীতে জাহাজি শ্রমিকদের হত্যার প্রতিবাদে ও হোটেল শ্রমিকদের তিরিশ হাজার টাকা নূন্যতম মুজুরির দাবীতে বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

মঙ্গলবার ফেনীতে জাহাজের সাতজন শ্রমিকে হত্যা, হোটেল শ্রমিকদের ৩০ হাজার টাকার ন্যূনতম মজুর নির্ধারণ, গৃহ কর্মীদের প্রতি কাজের জন্য ১ হাজার টাকা মূল্য নির্ধারণ, শ্রমিক নির্যাতন বন্ধ, দ্রব্যমূল্যের উদ্ধগতির প্রতিরোধ, ঘুষ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন ফেনীর শ্রমিকেরা।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ফেনীর উদ্যোগে এবং ট্রেড ইউনিয়ন সংঘ ফেনীর আহ্বায়ক নাসির উদ্দিন ভূঁইয়া সবুজের নেতৃত্বে ফেনীতে শ্রমিকেরা বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন শেষে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করেছেন, উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ভাসানি স্মৃতি সংসদ ফেনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, ফেনী জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন,গৃহকর্মি শ্রমিক ইউনিয়ন ফেনীর সভানেত্রী সুলতানা আক্তার বকুল, ফেনী সদর উপজেলা করাতকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও ফেনী জেলা দর্জির শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব দিলারা বেগম।

সভায় বক্তারা জাহাজের সাতজন শ্রমিককে গলা কেটে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানান।

সভায় বক্তরা হোটেল শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০০ টাকা নির্ধারণ করা, হোটেল সেক্টরে নিয়োগপত্র প্রদান সহ শ্রমিকদের টিসিবির কার্ড, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সহনীয় পর্যায়ের দাম নির্ধারণের দাবি জানান। সভায় বক্তারা গৃহকর্মীদের প্রতি কাজের জন্য ১০০০ টাকা নির্ধারণ এবং নির্যাতন বদ্ধ সহ দ্রব্যমূলের উর্দ্ধগতি প্রতিরোধ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন