তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্বত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বুধবার (১জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলা সদর বাজার গোরস্থান মার্কেটস্থ দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াইল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমেল মিয়ার তত্বাবধানে একটি আনন্দ মিছিল বের হয়ে থানা মোড়, মাদ্রাসা মার্কেট, হাসপাতাল রোড, খলিফাপট্টি সহ সদর বাজারের মূল সড়ক গুলো প্রদক্ষিন করে হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এসে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোঃ সামির হোসেন সাকি, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম, ৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আখলাকুল ইসলাম অংকুর, তাড়াইল সদর ইউনিয়ন শাখার সভাপতি মাজহারুল ইসলাম মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তাড়াইল উপজেলা শাখার নেতা মো: উমর ফারুক, নূর মোহাম্মদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উপজেলা আহ্বায়ক আতিকুর রহমান লতিফ, সদস্য সচিব সুমন মিয়া (প্রমুখ)।