ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার বই বিতরণ ও সবক অনুষ্ঠিত

ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার বই বিতরণ ও সবক অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার বই বিতরণ ও সবক ২০২৫ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ১১টায় ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার হল রুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড মহাসচিব শাইখুল উলামা আল্লামা নুরুল হুদা ফয়েজী। এবারে ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার বিভিন্ন শ্রেনীর ৬শত শিক্ষার্থীদের নতুন বই তুলে দেয়া হয়। ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ¦ মো. কামাল হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড উপ মহাপরিচালক হযরত মাওঃ আব্দুস সওার হামিদী (দাঃ বাঃ), এসময় আরো বক্তব্য রাখেন মাওলানা মোঃ মোক্তার আহমেদ, ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার নির্বাহী মুহ্তামিম মাওঃ মুফতী মুহাঃ বিন-ইয়ামীন, সহকারী নির্বাহী নায়েবে মুহ্তামিম হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া, ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান খান, প্রধান হাফেজ অত্র মাদ্রাসার হাফেজ কারী আবু মুসা, বিভাগীয় প্রধান কেরাতুল কুরআন বিভাগ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান। নতুন বছরের শুরুর বই পাওয়ায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত।

আজ থেকেই তারা বই পড়া শুরু করবে। জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা। শিক্ষার্থীদের লেখা-পড়া প্রতি মনযোগ বৃদ্ধি পাবে,নতুন বছরের প্রথমে শিশুদের হাতে হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। বছরের শুরুতেই নতুন শ্রেণির নতুন বই হাতে পাওয়ার আনন্দে উল্লসিত বার্ষিক পরীক্ষায় ফল পাওয়ার পরেই আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে নতুন বই প্রাপ্তি।

বই বিতরণ বিতরণ অনুষ্ঠানকে ঘিরে ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার এক আনন্দঘন পরিবেশেষের সৃষ্টি হয় ঝালকাঠি দারুল উলূম কারীমিয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বৎসরের প্রথমে হাতে নতুন বই পেয়ে দারুন খুশি। এছাড়া প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেয়া হয়। বই বিতরণ ও সবক অনুষ্ঠানে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন