ডার্ক মোড
Wednesday, 01 May 2024
ePaper   
Logo
ঝিনাইগাতীতে বন কর্মকর্তার দুর্নীতির তদন্তে অনিয়মের অভিযোগ

ঝিনাইগাতীতে বন কর্মকর্তার দুর্নীতির তদন্তে অনিয়মের অভিযোগ

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বন কর্মকর্তার দুর্নীতির তদন্তে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, ২০১৮ বন কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ রাংটিয়া রেঞ্জের তাওয়াকোচ বিট কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এখানে যোগদানের পরপরই তিনি একটি বাহিনী গড়ে তুলেন।

এ বাহিনীর মাধ্যমে গারো পাহাড় কেটে পাথর- বালু ও বৃক্ষ লুটপাট,বনের জমি বিক্রি, সুফল বাগান সৃজনে লাখ লাখ টাকা হরিলুট করেন তিনি। এব্যাপারে জিয়াউল হক নামে স্থানীয় এক জন মিডিয়া কর্মি দুর্নীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন অভিযোগটি তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের জন্য বন বিভাগকে দ্বায়িত্ব দেন। ১৭ এপ্রিল বুধবার উপ- বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান তদন্তে আসেন। কিন্তু তিনি সঠিকভাবে তদন্ত না করে বন কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের পক্ষ অবলম্বন করেন।

একপর্যায়ে অভিযোগকারী জিয়াউল হকসহ তার লোকজনের উপর হামলার পরিকল্পনা করেন মকরুল বাহিনীর সদস্যরা। পরে তদন্তকারি কর্মকর্তা বনের জমি দখলদার, পাথর- বালু ও বৃক্ষলুটপাটের সাথে জরিত তাদের কাছ থেকে অভিযুক্ত বন কর্মকর্তার পক্ষে লিখিত নেন বলে জিয়াউল হকের অভিযোগ। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন সতভাগ সচ্ছতার সাথে তদন্ত করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন