ডার্ক মোড
Tuesday, 21 May 2024
ePaper   
Logo
বেতাগী উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়ন ফমর প্রত্যাহার করেননি

বেতাগী উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়ন ফমর প্রত্যাহার করেননি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়ন ফমর প্রত্যাহার করেননি।
গত ২১ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণের জন্য এ উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।
এদের মধ্যে একজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল হয়। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু কোনো প্রার্থীই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী। বরং যাদের মনোনয়ন ফরম বাতিল হয়ে ছিলো আপিলের মাধ্যমে তাদের প্রার্থীতা ফিরে পেয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খ.ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম খান শিপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সোবাহান, বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটু ও মো: রিয়াজ হোসেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুুল হাসান মহসিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সমাজ কর্মি নিপু রানী দাস, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য পারুল আক্তার, কহিনুর নাসরিন ও রিনা গাজী।

 

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন