ডার্ক মোড
Monday, 04 November 2024
ePaper   
Logo
জাবিতে ১৭ মার্চের বিশেষ ভোজে জনপ্রতি বাজেট ৩৭০ টাকা

জাবিতে ১৭ মার্চের বিশেষ ভোজে জনপ্রতি বাজেট ৩৭০ টাকা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য আগামী ১৭ মার্চ থাকছে খাবারের বিশেষ আয়োজন। এতে জনপ্রতি বাজেট রাখা হয়েছে ৩৭০ টাকা।

সোমবার (১৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "শিক্ষার্থীদের জন্য কুপনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রত্যেক শিক্ষার্থীর জন্য ৩৭০ টাকা বাজেট রাখা হয়েছে। এই বাজেটে প্রত্যেকের খাবার ও খাবার প্রক্রিয়াকরণের যাবতীয় খরচ এর অন্তর্ভুক্ত। এক্ষেত্রে হল থেকে ৫০ টাকা এবং বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে ২৯০ টাকা ভর্তুকি দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "এবার খাবারের মেন্যু হিসেবে থাকছে পোলাও, রোস্ট, মুগডাল, মিষ্টি ও মিষ্টি পান। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে এবারের আয়োজন। চেষ্টা করবো যেনো এই দামেই খাবারের সর্বোচ্চ মান বজায় রাখা যায়।'

এছাড়াও প্রতিটি হল তাদের নিজস্ব তহবিল থেকে আলোকসজ্জার জন্য ২০ হাজার টাকা ব্যয় করতে পারবে।

এদিকে প্রতিবছর ২৬শে মার্চ বিশেষ ভোজের আয়োজন করা হলেও এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে ১৭ মার্চ বিশেষ খাবারের (ফিস্ট) ব্যবস্থা করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন