ডার্ক মোড
Wednesday, 22 May 2024
ePaper   
Logo
জয়পুরহাটে অপহৃত নাবালক উদ্ধার; অপহরণকারী মূলহোতা ওসমানসহ আটক ৩

জয়পুরহাটে অপহৃত নাবালক উদ্ধার; অপহরণকারী মূলহোতা ওসমানসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অপহৃত ১৭ বছরের নাবালক আরিফকে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতা ওসমানসহ ০৩ জন কে গ্রেফতার করেছে র‌্যাব।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম আরিফ গত ২৮ এপ্রিল বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের নির্বাচনের ফলাফল জানতে দিবাকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে যায়।

সায় ফিরতে দেরী হলে তার বাবা আরিফের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলে অপরিচিত একজন মোবাইল ফোন রিসিভ করে বলে আপনার সন্তান আমাদের হেফাজতে আছে। আগামী ২৯ এপ্রিল সকাল ৯ ঘটিকার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাবেন।

পরবর্তীতে ২৯ এপ্রিল ভিকটিমপর বাবা পাঁচবিবি থানা ও সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প এ আরিফ অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার ভেড়ারচড়া নামক এলাকা হতে গতকাল রাতে অপহরণ চক্রের মূলহোতা ওসমান ও সহযোগী নাইম ও আশিক কে আটক এবং ভিকটিম আরিফ কে উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাবের অভিযানিক দল।

বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, ভিকটিম আরিফের ভাষ্যমতে, অপহরণকারীরা তার মুখ, হাত, পা ও চোখ বেধে নির্জন ভেড়ারচড়া নামক জঙ্গলে নিয়ে গিয়ে ঘুমের ঔষুধ সেবন করায় এবং আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয়ে বিভিন্নভাবে শারিরীক নির্যাতন করে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন