ডার্ক মোড
Wednesday, 22 May 2024
ePaper   
Logo
বেতাগীতে তীব্র গরমে ১ শিশুর মৃত্যু ও ১০ শিক্ষার্থী অসুস্থ

বেতাগীতে তীব্র গরমে ১ শিশুর মৃত্যু ও ১০ শিক্ষার্থী অসুস্থ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে হাইকোর্টের নির্দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো খোলা থাকায় শিক্ষার্থী উপস্থিতি ছিলো কম। অনেক প্রতিষ্ঠানে টিনের ছাদ। ফলে গরমে ক্লাসে বসতে পারছেনা শিক্ষার্খীরা। সঙ্গে লোড শেডিংতো আছেই।

এমন পরিস্থিতিতে তীব্র গরমে এ উপজেলায় অসুস্থ হয়ে পড়েছে শিশু ও শিক্ষার্থীরা। ১ শিশুর মৃত’্য ও শ্রেণিকক্ষে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গরমে বাড়ছে ডায়রিয়া,জ¦র,সর্দি,কাশ সহ নানা রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিনই হাসপাতালেও নানা রোগে আক্রান্ত হয়ে ৩ থেকে ৪ জন করে শিশু ভর্তি হচ্ছে।

জানা গেছে, উপজেলার বুড়াজুমদার ইউনিয়নের পশ্চিম করুণা গ্রামের বাসিন্দা জুয়েলের ৩ মাসের সন্তান ওজিহা গরমে নিমোনিয়ায় জ¦রে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বিকেলে বেতাগী সরকারি হাসপাতালে ভর্তি হয়। সোমবার রাতে তার মৃত’্য হয়, একই দিনে পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণি পড়–য়া শিক্ষার্থী রহমাতুল্লাহ ও রোজি আত্তার, কাইয়ালঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার ও সওদা আক্তার সহ উপজেলার একাধিক স্কুল-মাদ্রাসায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় ১০ জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে গুরুতর অসুস্থ রহমাতুল্লাহ এক পর্যায় জ্ঞান হারালে তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মাহমুদুল হাসান জানান, নিমোনিয়ায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় শিশুটি ভর্তি হলে তার মৃত’্য হয়। আর শারীরিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে তাদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে উপস্থিতি একেবারেই নগণ্য দেখাগেছে। একাধিক শিক্ষকরা জানান, ‘আমাদের প্রচেষ্টার কমতি নেই। তবে গরমের কারণে অনেকেই আসেনি। দিনে দিনে হাজিরা বাড়বে’। এমনি পরিস্থিতি বিরাজ করছিলে।
মাদ্রাসা শিক্ষার্থী মাঈনুল ইসলাম বলেন, রোদ ও গরমে কলেজ, স্কুল- মাদ্রাসায় যেতে ভীষন কষ্ট হয়। শ্রেণি কক্ষে ফ্যান থাকালেও কারেন্ট গেলে অসহ্য যন্ত্রণায় অনেকেই অসুস্থ হয়ে পড়ে।’
বেতাগী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: সেলিম আহমদ বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনা করে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া দরকার।

 

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন