ডার্ক মোড
Wednesday, 22 May 2024
ePaper   
Logo
দোহারে

দোহারে "সমলয় চাষাবাদ" প্রনোদনা কর্মসূচি’র উপকারভোগী কৃষকরা

দোহার(ঢাকা)প্রতিনিধি

দোহার উপজেলায় প্রনোদনা কর্মসূচি আওতায় ৫০ একর জমিতে ”সমলয়ে চাষাবাদ” পদ্ধতিতে ফসল ফলন ও কর্তনের মাধ্যমে উপকারীভোগী হলেন কৃষকরা।
গতকাল সোমবার ২৯ এপ্রিল দোহার উপজেলার নিকড়া গ্রামের মাঠ প্রাঙ্গনে এ ধান কর্তন উৎসবের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মো,জাকির হোসেন।
এ সময়ে উপস্থিতি ছিলেন, নবাবগঞ্জের উপজেলা কৃষি অফিসার আসমা জাহান,অতিরিক্ত কৃষি অফিসার সীমা রানী মন্ডল, দোহার উপজেলা কৃষি অফিসার মো.আক্তার ফারুক ফুয়াদ, ১৬০জন কৃষাণ-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সাংবাদিকবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মো: আকতার ফারুক ফুয়াদের সঞ্চালনায় বিস্তারিত তুলে ধরে বলেন, ”সমলয় চাষাবাদ” পদ্ধতিতে উপকারীভোগী হয়েছেন কৃষকরা।তারা ফসল ফলন ও কর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জমিতে বীজতলা তৈরি করা, রাইস ট্রান্সপ্ল্যান্টারের সহযোগীতায় চারা রোপণ, কম্বাইন্ড হারবেস্টর দিয়ে ফসল কর্তনসহ সবকিছুতেই কৃষির সকল আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এবার এসএলএইটএইচ জাতের হাইব্রিড এ ধানটি প্রতি শতকে ৪০ কেজির উপর ফলন দিয়েছে।ফলে প্রনোদনার আওতায় ১৬০ কৃষণ-কৃষাণীর মুখে হাসিঁ ফুটেছে।এছাড়াও কৃষি বিভাগের সার্বিক তদারকিতে পরিমিত সার ও কীটনাশক ব্যবহারের ফলে ফসলে রোগ ও পোকার আক্রমন কম হয়েছে।
উদ্বোধন প্রদর্শনীতে উপস্থিতি চাষী সুমন ব্যাপারীর সাথে আলাপকালে জানান,ফসলের মাঠে পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের কারনে সেচের সংখ্যা কম লেগেছে। পাশাপাশি কৃষি বিভাগের তদারকির কারনে ফসলে রোগ ও পোকার আক্রমন কম হয়েছে। এ জাতের ধানের ফলন ভালো হওয়ায় ভবিষ্যতে আবারও এ জাত ও প্রযুক্তিগুলো আবারও ব্যবহার করবেন বলে জানান।
এই তীব্র গরমে এত বিপুল সংখ্যক কৃষাণ-কৃষাণী উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন বলেন, আজকের এই যান্ত্রিকীকরণ কৃষিই আগামীর ভবিষ্যত ৷ সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ে এর বিকল্প নাই।
দোহার,ঢাকা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন