ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
লালমনিরহাট জেলা জামায়াতের সদস্য (রুকন) শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা জামায়াতের সদস্য (রুকন) শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা জামায়াতের সদস্য (রুকন) শিক্ষা বৈঠক সোমবার (১০ মার্চ ২০২৫) সকাল সাড়ে ৯ টায় আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর শপথের কর্মীকে সমাজের সকল প্রকার জুলুম অত্যাচার মূলচ্ছেদ করে সেখানে আল কুরআন এবং আল হাদিসের আলোকে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠায় মুখ্য ভুমিকা পালন করতে হবে।

লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মো: আবু তাহের এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান।

জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু সঞ্চালনায় সমাবেশে উপস্থিত থাকেন লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও পলাশী ইউনিয়নের সফল চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমি পাভেল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মো: আফিফুল্লাহ বেলাল, জেলা কর্মপরিষদ সদস্য ও বাইতুলমাল সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবু মুসা, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো: রেনায়েল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর মাওলানা জয়নাল আবেদীন জেলা শুরা সদস্য সদর আমীর প্রভাষক মাহিবুর রহমান, আদিতমারী উপজেলা আমীর মো: হায়দার আলী, কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা রুহুল আমিন, হাতীবান্ধা উপজেলা আমীর প্রভাষক হাছেন আলীসহ প্রত্যেক উপজেলা সেক্রটারীবৃন্দ। উক্ত প্রোগ্রামে জেলার সকল সদস্য (রুকন) অংশগ্রহণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন