ডার্ক মোড
Wednesday, 30 April 2025
ePaper   
Logo
বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী
ফোরাম। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর। তাকে অবিলম্বে গ্রেফতার
ও বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তারা। আইনজীবী নেতারা বলেন, খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে, যেন
ভবিষ্যতে তার মতো কোনো বিচারপতি তৈরি না হয়। তার বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এখনো দেশের উচ্চ ও অধস্তন আদালতে দলবাজ ও ফ্যাসিবাদের দোসর বিচারকরা বহাল আছে উল্লেখ করে আইনজীবী নেতারা তাদের অবিলম্বে অপসারণ করার দাবি জানান। ঘণ্টাব্যাপী সমাবশে বক্তব্য দেন- ফোরামের জেলা শাখার উপদেষ্টা কবির হোসেন, সভাপতি সোলাইমান বিশু, সহ-সভাপতি নুরুল  ইসলাম সেন্টু, সাধারণ
সম্পাদক রবিউল হক দোলন, সাংগঠনিক সম্পাদক মোল্লা হাসান শরিফ সনি, অর্থ সম্পাদক আসিফ ইকবাল সুজন, সদস্য মো. ইসমাইল প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন
ফোরাম সদস্য আব্দুস সালাম তালুকদার।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন