
ইঞ্জিনিয়ার তুহিন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারী বিএনপির বিক্ষোভ
নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর জলঢাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী- ১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়।
পরে পৌর বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম বাঙালির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভূট্টো, উপজেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক এ টি এম আউয়াল বিএসসি, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জামির উদ্দিন ভাষা, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা উপজেলার আহ্বায়ক সুলতান মাহমুদ, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি মমতাজুল ইসলাম মিঠু প্রমুখ।
পূর্বমুখে অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন এর নেতৃত্বে পৃথক একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সদস্য আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ।