ডার্ক মোড
Wednesday, 30 April 2025
ePaper   
Logo
মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মাছ ধরতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

 

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা 
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ দুইঘন্টা পর মধ্য নদ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। 
 
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে।  
 
নিখোঁজ সহ লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন। 
 
নিহত ওই যুবকের নাম লিটন মিয়া (১৯)।  তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে। 
 
স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের মত আজকে সকালে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় সাথের লোকজন খোঁজাখুঁজির দুই ঘন্টা পর তার লাশ উদ্ধার করে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন