ডার্ক মোড
Wednesday, 30 April 2025
ePaper   
Logo
কলাপাড়ায় চাঁদার দাবিতে যুবককে মারধর

কলাপাড়ায় চাঁদার দাবিতে যুবককে মারধর

 

 
সৌমিত্র সুমন,পায়রা বন্দর ,(পটুয়াখালী)
 
কলাপাড়ায় ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে দেলোয়ার হোসেন শাহিন নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে অপর দুই দুই যুবকের বিরুদ্ধে। 
 
সরেজমিনে জানাজায়,বর্তমানে শাহিন শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। সোমবার রাত নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহিন পশ্চিম বাদুরতলী গ্রামের মৃত আবদুর রাজ্জাকের পুত্র। সে পার্শ্ববর্তী উপজেলায় আমতলী ডঃ শহিদুল ইসলাম কলেজের অফিস সহকারী আমতলীর পদে কর্মরত আছেন।
 
আহত শাহিন বলেন, ঈদুল ফিতরের আগের দিন আমার কাছে বাড়ি যাওয়ার কথা বলে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি একই এলাকার আসলাম হাওলাদার নিয়ে যায়। এ সময় সে কৌশলে আমার কাছ থেকে মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে যায়। পরে আমি বারবার মোটরসাইকেল ফেরত চাওয়া সত্ত্বেও সে আমার মোটরসাইকেলটি নিয়ে উল্টো আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। 
বেশ কয়েকজনের কাছে সুদে টাকা আনার জন্যও চেষ্টা করেছি। কিন্তু কোথাও টাকা পাইনি। গতকাল সোমবার রাত নয়টার দিকে মাহফিলে যাওয়ার সময় আসলাম আমাকে ডেকে পার্শ্ববর্তী মহিলা মাদ্রাসা সংলগ্ন বিলের মধ্যে নিয়ে যায়। পরে সেখানে বসে আসলাম ও তার চাচাতো ভাই বাদল ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে রড দিয়ে আমাকে  ব্যাপক মারধর করে বিলের মধ্যে ফেলে রেখে চলে যায়। এসময় আমি ডাক চিৎকার দিলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 
 
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন,এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন