
সাতক্ষীরায় ট্রলি উল্টে হেলপার নিহত, চালক আহত
সাতক্ষীরা প্রতিনিধি
চাকা ব্লাস্ট হয়ে কাঠভর্তি ট্রলি উল্টে হেলপারের মৃত্যু ও চালক আহত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সাতক্ষীরা- কলারোয়া সড়কের ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অসীম কুমার দাস (২৫)। তিনি সাতক্ষীরা সদরের কুশখালি গ্রামের গুরুপদ দাসের ছেলে। আহত ট্রলি চালকের নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। তিনি সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রামের মহাজন মোল্লার ছেলে। তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কুশখালি গ্রামের অঞ্জনা দাস জানান, তার স্বামী গুরুপদ দাস দীর্ঘদিন ভারতে বসবাস করেন। বর্তমানে তার ছেলে অসীম দাস শিকড়ি গ্রামের জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন ট্রলির হেলপার হিসেবে কাজ করে সংসার নির্বাহ করে। তিন দিন আগে অসীমের একটি কন্যা সন্তান হয়।
রবিবার সকালে জাহাঙ্গীর তার ট্রলীতে কাঠ ভর্তি করে কলারোয়া থেকে সাতক্ষীরার একটি স’মিলে যাচ্ছিল। অসীম ওই কাঠের উপরে বসে ছিল। সকাল ১১টার দিকে ট্রলিটি ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে সামনের চাকা ব্লাস্ট হয়ে যায়। এতে ট্রলি উল্টে শরীরের উপর কাঠ পড়ে মারাত্মক জখম হয় অসীম দাস। আহত হয় জাহাঙ্গীর। স্থানীয়রা দ্রুত তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অসীম মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।