ডার্ক মোড
Tuesday, 07 October 2025
ePaper   
Logo
বিআইআইএফ-এনসিসি ব্যাংকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

বিআইআইএফ-এনসিসি ব্যাংকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

 
 
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স (বিআইআইএফ) ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসিবিএল) এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপী ‘প্রফেশনাল সার্টিফিকেট ইন ইসলামিক ব্যাংকিং (পিসিআইবি)’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন রাজধানীর মতিঝিলে বিআইআইএফ ট্রেনিং হলে ৫ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হয়েছে ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব এম. শামসুল আরেফিন। তিনি বলেন, “বর্তমানে দেশে দশটি পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক এবং শতাধিক ইসলামী শাখা ও উইন্ডো কার্যক্রম পরিচালনা করছে। যেহেতু সুদভিত্তিক ব্যাংকিং ধর্মবিরোধী, তাই প্রফিট-লস-শেয়ারিং পদ্ধতির ইসলামী ব্যাংকিং এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে ইসলামী ব্যাংক পরিচালনায় কেবল মুনাফা অর্জন নয়, প্রয়োজন কমিটমেন্ট, ডেডিকেশন এবং ইসলামী অর্থনীতির যথার্থ জ্ঞান। এখনই সময় ইসলামী ব্যাংকিং খাতে আরও মনোযোগ দেয়ার।”
 
তিনি আরও বলেন, “এনসিসি ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের লক্ষ্যে নিজেদের মানবসম্পদকে ইসলামী ব্যাংকিংয়ে দক্ষ করে গড়ে তুলতে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে বিআইআইএফ এর মাধ্যমে এনসিসি ব্যাংকের ৪০ জন কর্মকর্তাকে নিয়ে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।’
 
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ও বিআইআইএফ-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. এম. আবদুল আজিজ বলেন, “ইসলামী ব্যাংকিং ও আর্থিক খাত বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এ খাতে প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদের ঘাটতি এখনো বিদ্যমান। বিআইআইএফ একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্স ও ব্যবসা পেশাজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বয়ে বিশ্বমানের পূর্ণাঙ্গ মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে পলিসি রিসার্চসহ বিভিন্ন গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ ও কনসালটেন্সি কার্যক্রম পরিচালনা করছে। বিআইআইএফ’র প্রশিক্ষণকেন্দ্রের সাথে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি ও রিসোর্চ সেন্টার। 
 
তিনি আরও বলেন, “একাডেমিয়ার সাথে ফাইন্যান্স ইন্ডাস্ট্রির সমন্বয় সাধন ও সহযোগিতা বৃদ্ধি পেলে ইসলামী ব্যাংকিং খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। ভবিষ্যতের চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবিলা করতে পারলে ৯২ শতাংশ মুসলমানের এই দেশে ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের আরও অগ্রগতির অপরিমেয় সুযোগ রয়েছে।”
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশাররফ হোসেন এবং এনসিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান এ কিউ এম সফিউল্লাহ আরিফ। স্বাগত বক্তব্য দেন বিআইআইএফ’র সহকারী অধ্যাপক ও একাডেমিক কো-অর্ডিনেটর  ড. কে. এম. জাকির হোসেন সেলিম এবং সঞ্চালনা করেন বিআইআইএফ’র সহকারী পরিচালক মো. গোলাম মোর্তুজা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইসলামী ব্যাংকিংয়ের প্রসার ও আধুনিক প্রেক্ষাপটে এর মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিআইআইএফ-এ এমন গবেষণা ও প্রকাশনা কার্যক্রম এবং প্রশিক্ষণ উদ্যোগের প্রশংসা করেন।
 
প্রশিক্ষণ কোর্সটি চলবে ১১ অক্টোবর ২০২৫ পর্যন্ত; এটি  বিআইআইএফ এর  দিনব্যাপী এই প্রশিক্ষণে ইসলামী অর্থনীতি, শরিয়াভিত্তিক ব্যাংকিং কাঠামো, শরিয়াহ চুক্তি, ইসলামিক মানি মার্কেট, ঝুঁকি ব্যবস্থাপনা, রেগুলেটরি ফ্রেমওয়ার্কসহ ২২টি সেশন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক হিসেবে থাকছেন দেশের বিশিষ্ট ব্যাংকার, অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তারা।
 
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচি ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স (আইআইবিআই), যুক্তরাজ্য কর্তৃক স্বীকৃত প্রাপ্ত। এটি ইসলামী ব্যাংকিং পেশাজীবীদের জন্য একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন