ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
কুমারখালীতে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ

কুমারখালীতে ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি ও জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কুষ্টিয়া কুমারখালীতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ।

এই সময় উপস্থিত সাধারণ মানুষ বলেন, ধর্ষকের উপযুক্ত শাস্তি না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১০ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে কুমারখালী পৌর সভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এসে শেষ হয়। এই সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ লুৎফর রহমান, উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির, আফজাল হোসেন, কুমারখালী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল রহমান, উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী হোসনে আরা রুবি সহ আরো অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জাস্টিস ফর আসিয়া, আসিয়া আসিয়া’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয়। এছাড়াও তারা ‘মাগুরায় ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসি চাই’, ‘ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড দেওয়া হোক’, ‘আমি মেয়ে আমি অবহেলিত না’, ‘আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন প্লাকার্ড হাতে উপস্থিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন